হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল
পবিত্র আশুরা উপলক্ষে শুরু হয়েছে তাজিয়া মিছিল। আজ বুধবার সকাল ১০টা ২০মিনিটের দিকে রাজধানীর হোসেনি দালান থেকে মিছিলটি শুরু হয়। শোক মিছিলটি লালবাগ, আজিমপুর নিউমার্কেট হয়ে ধানমন্ডি-২ এ গিয়ে শেষ হবে। চোখে শুরমা, মুখে মার্সিয়া (শোকের স্লোগান) গায়ে কালো পাঞ্জাবি, কালো ব্যাজ ধারণ ও খালি…